নানান অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ এনে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীসহ ৬ জনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, অবৈধভাবে হাসপাতালের সভাপতির পদে বসে আমাদের প্রভিডেন্ট ফান্ডের ৩১ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।
এর আগে ১৪ দফা দাবিতে আল্টিমেটাম দিয়েছিলেন আন্দোলনকারীরা। কিন্তু দাবি না মানায় আজ শনিবার (৫ অক্টোবর) দুপুরে পদত্যাগের ১ দফা দাবিতে বিক্ষোভ করেন তারা।
পরে আন্দোলনের মুখে হাসপাতালের সেই সভাপতি এবং পরিচালকসহ অন্যান্যরা পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তারা হলেন—প্রধান প্রশাসনিক কর্মকর্তা আমান উল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা মো. মোজাম্মেল, প্রধান নীরিক্ষা কর্মকর্তা ইয়াছিন চৌধুরী এবং পরিচালক নওশাদ আজগর চৌধুরী।

বিক্ষোভকারীরা বলেন, আমাদের কোনো সম্মান দেওয়া হয় না, বছরের পর বছর চাকরি করেও ১ টাকা বেতন বাড়ানো হয়নি, অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দিতে গেল উল্টো আমাদের দোষ খুঁজে মানসিক ও শারীরিক নির্যাতন করে। কথায় কথায় চাকরি চলে যাওয়ার হুমকি দেওয়া হয়।
আন্দোলনকারীরা আরও অভিযোগ করে বলেন, জাহাঙ্গীর চৌধুরী অবৈধভাবে সভাপতির পদে বসে নিজের আত্মীয়-স্বজনদের বিভিন্ন পদে চাকরি দিয়েছেন।
এ সময় সেনাবাহিনী ও পুলিশ এসে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন এবং পরিস্থিতি শান্ত করেন।