১২ই ফেব্রুয়ারি, ২০২৫

বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আহমেদুর রহমান চৌধুরীর ৪১তম মৃত্যুবার্ষিকী আজ

আহমেদুর রহমান চৌধুরী

শেয়ার করুন

চট্টগ্রামের প্রখ্যাত রাজনীতিবিদ ও দেশ বরেণ্য সমাজসেবী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিষ্ট সহচর আহমেদুর রহমান চৌধুরীর ৪১তম মৃত্যুবার্ষিকী আজ।

এ উপলক্ষ্যে আহমেদুর রহমান চৌধুরী স্মৃতি সংসদ ও আহমেদুর রহমান চৌধুরী ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক, ক্রীড়া, ধর্মীয়, সমবায় সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে হাটহাজারী পৌরসভার মোহাম্মদপুরস্থ নিজ গ্রামের বাড়িতে মরহুমের কবর জিয়ারত, বাদ জোহর খতমে কুরআন, বাদ আসর চট্টগ্রামের বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিল।

এছাড়াও আহমেদুর রহমান চৌধুরী ফাউন্ডেশন মিলনায়তনে আগামীকাল শুক্রবার বিকেলে বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আহমেদুর রহমান চৌধুরী তৎকালীন বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড, চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডসহ বহু জাতীয় প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন এবং বহু প্রতিষ্ঠান স্থাপনে বিশেষ ভূমিকা পালন করেন। সমবায় আন্দোলনে বিশেষ অবদানের জন্য তিন তিন বার জাতীয় এবং আন্তর্জাতিক স্বর্ণপদক লাভ করেন তিনি। চট্টগ্রাম এবং হাটহাজারীর রাজনীতিতেও ছিল তার বিশেষ অবদান। এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠাকালীন সময়ে আহমেদুর রহমান চৌধুরী বিশেষ ভূমিকা পালন করেন এবং বিএনপির রাজনীতির সাথে জড়িত হন।

শেয়ার করুন

আরও পড়ুন