পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সিভিল কন্সট্রাকশন এন্ড সেফটি বিভাগের ইন্সট্রাকটর সোহেল রানাকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (পহেলা অক্টোবর দুপুর ১টার সময় ঘটা এ ঘটনার জেরে পাহাড়ি-বাঙালি দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ সময় চেঙ্গী স্কয়ার, মহাজনপাড়ায় সংঘর্ষ চলে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
