১৩ই মার্চ, ২০২৫

চট্টগ্রাম কলেজে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা

ফাইল ছবি

শেয়ার করুন

চট্টগ্রাম কলেজে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১লা অক্টোবর) প্রতিষ্ঠানটির অ্যাকাডেমিক কাউন্সিলের ১৫৪তম জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী জানান ‘কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করে কলেজ কতৃপক্ষ।’

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর ছাত্র-রাজনীতি বন্ধসহ পাঁচ দফা দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম কলেজের ব্যানারে গত রোববার এ অবস্থান কর্মসূচি পালন করেন কলেজের কয়েকশ শিক্ষার্থী।

শেয়ার করুন

আরও পড়ুন