১৪ই মার্চ, ২০২৫

বাঙালি-পাহাড়িদের সংঘর্ষে দীঘিনালায় পরিস্থিতি ভয়াবহ, বহু দোকানপাট-ঘরবাড়িতে আগুন

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই পক্ষের বহু ঘরবাড়ি ও দোকানপাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অনেকেই।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে লারমা স্কয়ার এলাকায় এই সংঘর্ষ বাধে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, খাগড়াছড়ি শহরের নোয়াপাড়া এলাকায় গতকাল বুধবার ভোরে মোহাম্মদ মামুন (৩০) নামের এক ব্যক্তিকে মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনিতে মারা যাওয়ার ঘটনা ঘটে।

পাহাড়িরা বাঙালি যুবককে পিটিয়ে হত্যা করেছে এমন অভিযোগ তুলে গতকাল প্রথমে বাঙালিরা বিক্ষোভ মিছিল করে। পরে পাহাড়িরাও পাল্টা বিক্ষোভ করে।

আজ বিকেলেও পাঁচটার দিকে দীঘিনালায় বিক্ষোভ মিছিল বের করেন বাঙালিরা। প্রত্যক্ষদর্শীরা বলেন, পাঁচটার দিকে ৩০০ থেকে ৪০০ বাঙালি জামতলি ও বোয়ালখালী বাজারের দিক থেকে বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা লারমা স্কয়ারের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পাহাড়িরা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। সংঘর্ষের এক পর্যায়ে লারমা স্কয়ার ও দীঘিনালা কলেজের পাশের প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়।

লারমা স্কোয়ার এলাকার বাসিন্দা কামরুল ইসলাম বলেন, গত পোরশু রাতে মামুন হত্যার ঘটনায় বিচারের দাবিতে শান্তিপূর্ণভাবে বাঙালিরা মিছিল বের করেছিলেন। পরে পাহাড়িরা এসে বাধা দিয়েছেন। এ জন্য ঝামেলার সৃষ্টি হয়েছে।

একই এলাকার বাসিন্দা নিলা চাকমা বলেন, মিছিলে পাহাড়িরা কেউ বাধা দেয়নি। মিছিল থেকেই অতর্কিতভাবে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন