১২ই ফেব্রুয়ারি, ২০২৫

বিএনপি ক্ষমতায় আসার আগেই ক্ষমতা দেখানো শুরু করেছে : হিরো আলম

শেয়ার করুন

তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মারধর এবং কান ধরে ওঠবস করিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

আকষ্মিক এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হিরো আলম বলেন, বিএনপি ক্ষমতায় আসার আগেই ক্ষমতা দেখানো শুরু করেছে।

এই ইউটিউবার বলেন, আমি নাকি তারেক জিয়ার নামে কিছু বলছি, কেউ যদি একটা ভিডিও ফুটেজ বা প্রমাণ দিতে পারে তাহলে আমি জুতার মালা পরে ঘুরবো।

হিরো আলম আরও বলেন, আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার আওয়ামী লীগকে সরিয়েছি, এখন বিএনপি সেই জায়গা দখল করেছে।

এ সময় তিনি হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবেন জানিয়ে বলেন, যারা আমার উপর হামলা করেছে তাদের সবার বিরুদ্ধে মামলা হবে।

দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, কাদেরকে ক্ষমতায় আনছেন দেখেন, তারা ক্ষমতায় আসার আগেই ক্ষমতা দেখানো শুরু করেছে।

রুহুল কবির রিজভীর বিরুদ্ধে করা মামলার প্রসঙ্গে হিরো আলম বলেন, আমি জীবনে একটা মামলা করেছিলাম কবির কাদের রিজভীর বিরুদ্ধে। ডিবি হারুন আমাকে এবং আমার পরিবারকে ট্যাপে ফেলে মামলাটি করিয়েছিল।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদেরও বিচার একদিন এই বাংলাদেশে হবে।

 

 

শেয়ার করুন

আরও পড়ুন