১২ই ফেব্রুয়ারি, ২০২৫

একের পর এক কুকীর্তি বেরিয়ে আসছে সাবেক স্বারাষ্ট মন্ত্রি হাসান মাহমুদের বিরুদ্ধে

মাথায় পিস্তল ঠেকিয়ে জমি লিখে নিলেন হাছান মাহমুদ, এবার হলো মামলা

Hasan Mahamud

সাবেক স্বারাষ্ট মন্ত্রি হাসান মাহমুদ

শেয়ার করুন

একের পর এক কুকীর্তি বেড়িয়ে আসছে সাবেক স্বারাষ্ট মন্ত্রি হাসান মাহমুদের বিরুদ্ধে, যারা এতো দিন প্রান ভয়ে, মাললার ভয়ে মুখ খুলতে পারেননি তারা এবার একের পর এক মামলা দিতে শুরু করলো।

এবার সাবেক এ মন্ত্রির বিরুদ্ধে তার নিজ এলাকা রাঙ্গুনিয়ার বাসিন্ধা হারুন অর রশিদ নামের এক ব্যাক্তির আট একর জমি মাথায় অস্ত্র ঠেকিয়ে জোর করে লিখে নেওয়ার অভিযোগে মামলা করেন তিনি।  

এতে আসামি করা হয় হাছান মাহমুদ, তাঁর মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদসহ নয়জনকে,  মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর বাদীকে জোর করে তুলে নিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে

রাঙ্গুনিয়া সাবরেজিস্ট্রি অফিসে তাঁর কাছ থেকে লিখে নেওয়া হয় আট একর জমি। ভয়ে এত দিন মুখ খোলেননি।

বাদীর আইনজীবী আজিম উদ্দিন তালুকদার মহানগর নিউজকে বলেন, আদালত বাদীর আবেদন গ্রহণ করে রাঙ্গুনিয়া থানা-পুলিশকে মামলা হিসেবে নিতে নির্দেশ দিয়েছেন।

এদিকে চাঁদা না পেয়ে দোকান থেকে দেড় লাখ টাকা লুট করার অভিযোগে হাছান মাহমুদসহ ৩৩ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন মো. ওসমান নামের এক ব্যবসায়ী।

শেয়ার করুন

আরও পড়ুন