দীর্ঘ ৩০ বছর পর পর আবারও জুটি বাঁধছেন ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির দুই কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত ও আমির খান। রজনীকান্তের কুলি সিনেমায় একটি ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে আমিরকে।
এর আগে ১৯৯৫ সালে আমির খান ও রজনীকান্তকে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল। একটি ক্রাইম-অ্যাকশন-ড্রামা সিনেমাতে কাজ করেছিলেন তারা।
বর্তমানে রজনীকান্তের আসন্ন প্রোজেক্ট কুলির শুটিং চলছে। ছবিতে আছেন শ্রুতি হাসান, উপেন্দ্র, সত্যরাজ, সৌবিন শাহির এবং মহেন্দ্রান।

বর্তমানে আমির আরএস প্রসন্নের স্পোর্টস ড্রামা ছবিতে কাজ করছেন। এই ছবিতে আমিরের সঙ্গে দেখা যাবে জেনেলিয়া দেশমুখকে। এই কাজের মাঝেই কুলি ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন বলে শোনা গেছে।