৫ই ডিসেম্বর, ২০২৫

ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজায় ভয়াবহ বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েল। হামাস ইতিবাচক সাড়া দিলেও উপত্যকাজুড়ে ধ্বংসযজ্ঞ চলছে।

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ

শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান অমান্য করে গাজা উপত্যকায় নতুন করে বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে এই হামলায় অন্তত ২০টি বাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছে গাজার প্রশাসন।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসিল বার্তাসংস্থা এএফপি-কে বলেন, “গত রাতটি ছিল ভয়াবহ। ইসরায়েলি সেনারা গাজা সিটি ও আশপাশের এলাকায় অসংখ্য বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে। ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করেই তারা এই হামলা চালিয়েছে।”

এর আগে, ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে শর্তসাপেক্ষে ইতিবাচক সাড়া দিয়েছিল। ফলে গাজা সিটির অনেক বাসিন্দা নিজেদের ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বোমাবর্ষণের পরই পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে পড়ে।

হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দেয়, “গাজা সিটি এখন অত্যন্ত বিপজ্জনক যুদ্ধপ্রবণ এলাকা। সেখানে ফিরলে প্রাণহানির ঝুঁকি রয়েছে।”

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আশার আলো দেখা দিলেও, ইসরায়েলের আগ্রাসন ও হামাসের নিরস্ত্রীকরণ দাবি এই চুক্তিকে অনিশ্চিত করে তুলেছে। বর্তমানে গাজার আকাশে যুদ্ধবিমান ও ড্রোনের গর্জন অব্যাহত, আর সাধারণ মানুষ আবারও নিরাপত্তাহীনতার দুঃস্বপ্নে দিন কাটাচ্ছেন।

শেয়ার করুন

আরও পড়ুন