পার্বত্য খাগড়াছড়িতে ফুল বিজু উৎসবে সাংবাদিকদের যেতে নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে অভিনব প্রতিবাদ জানানো হয়েছে। শুধু তাই নয়, শহরের খবং পুড়িয়া এবং নারানখাইয়াসহ কিছু কিছু গণমাধ্যমকর্মীরা ছবি এবং ভিডিও চিত্র ধারণ করার সময় বাধা প্রদান করে কয়েকজন অজ্ঞাতনামা লোকজন।
খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় টানিয়ে দেওয়া বিভিন্ন ব্যানারে লেখা ছিল, ‘দুঃখের সময় পাশে নাই, সুখের বেলায় আছি ভাই, এসব বায়াসড কাভারেজে আমরা থু থু দিতে চাই।’ নিচে ইংরেজিতে লেখা ছিল ‘জার্নালিস্ট নট অ্যালাউড’।
এ ব্যাপারে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য বলেন, খাগড়াছড়িতে এই প্রথম এই ধরনের ব্যানার দিয়ে সংবাদকর্মীদের সবচেয়ে বড় উৎসবের খবর প্রচারে বাধা দেওয়া হলো। যা কোনোভাবেই কাম্য নয়। সাংবাদিকেরা সকল মানুষের কৃষ্টি, সংস্কৃতির ও অন্যান্য আচার-আচরণ ও বিধির প্রতি শ্রদ্ধাশীল। সবাইকেই প্রকৃত সত্য উদঘাটনে সাংবাদিকদের সহযোগিতা করা উচিত।

বিষয়টি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।