৫ই ডিসেম্বর, ২০২৫

চায়ের দোকানে প্রকাশ্যে ধূমপান দুই নারীর, থানায় নিয়ে গেল পুলিশ

শেয়ার করুন

রাজধানী ঢাকার একটি চায়ের দোকানে প্রকাশ্যে ধূমপান করার সময় স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডার পর দুই নারীকে থানায় নিয়ে গেছে পুলিশ।

জানা গেছে, দুই নারী প্রকাশ্যে ধূমপান করছিলেন। এ সময় স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় তারা। এ পর্যায়ে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যান।

গতকাল রাজধানীল লালমাটিয়া এলাকায় এই ঘটনা ঘটেছে। মোহাম্মদপুর জোনের অতিরিক্ত ডেপুটি কমিশনার জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, লালমাটিয়ায় আড়ংয়ের পেছনে একটি চায়ের দোকানে দুইজন নারী ধূমপান করছিলেন। এমন সময় স্থানীয় লোকজন তাদের বাধা দেন। এ নিয়ে ঐ দুই নারীর সাথে স্থানীয়দের বেশ বাকবিতণ্ডা হয়।

এ বিষয় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, দুই তরুণীকে আমরা নিরাপত্তার জন্য থানা নিয়ে এসেছিলাম। লালমাটিয়ায় তারা অনিরাপদ মনে করছিলেন তাই আমরা তাদেরকে থানায় এনেছি। পরবর্তীতে দুই পক্ষের সঙ্গে আলোচনা শেষে তাদেরকে পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দিয়েছি।

পরবর্তীতে, নারীদের নিরাপত্তা জন্য মোহাম্মদপুর থানা পুলিশ হেফাজতে নিয়ে যায়। উত্তেজনা বেড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে এই পদক্ষেপ গ্রহণ করতে হয়েছিল বলেও জানান জুয়েল রানা।

শেয়ার করুন

আরও পড়ুন