১৪ই মার্চ, ২০২৫

৫ আগস্ট পাহাড়তলী থানা থেকে লুট হওয়া অস্ত্র ছিনতাইকারীদের কাছে, ব্যবহার হচ্ছে চুরি-ছিনতাইয়ে

শেয়ার করুন

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন পাহাড়তলী থানা থেকে লুট হওয়া অস্ত্র এবং বুলেট পাওয়া যাচ্ছে চট্টগ্রাম শহরের পেশাদার চোর-ছিনতাইকারীদের কাছে।

গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পাহাড়তলী এলাকার রাণী রাসমণি ঘাট গোলচত্বর এলাকা থেকে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাহাড়তলী থানা থেকে লুট হওয়া একটি আগ্নেয়াস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার দুজন হলো- মাঈনুর ইসলাম মামুন (২০) ও মো. জামাল (২৬)।

নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাদের কাছ থেকে পাহাড়তলী থানা থেকে লুট হওয়া একটি বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড বুলেট এবং ছিনতাইয়ের সময় ব্যবহার করা কয়েকটি ছোরা উদ্ধার হয়েছে।

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আজাদ বলেন, গ্রেফতার দুজন পেশাদার ছিনতাইকারী দলের সদস্য। তারা পুরো চট্টগ্রাম শহরজুড়ে রাস্তাঘাটে, নির্জন এলাকায় পথচারী, রিকশা কিংবা অটোরিকশার যাত্রীদের ছুরি ঠেকিয়ে ছিনতাই করে।

ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা নিজেরাই থানায় লুটপাটে অংশ নিয়েছিল। বিদেশি রিভলবার ও বুলেটগুলো তারা মালথানা থেকে নিয়ে গিয়েছিল। তাদের দাবি সঠিক কি না, সেটা আমরা যাচাইবাছাই করে দেখছি।

শেয়ার করুন

আরও পড়ুন