চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার এবং মোমিন রোডে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখিয়ে মজুদ করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ফয়েজ উল্যাহ।
অধিদপ্তর সূত্র জানায়, রিয়াজুদ্দিন বাজারের সিদ্দিক আহমেদ চৌধুরীর স্টোরে ক্রেতার কাছে সয়াবিন তেল বিক্রি না করে ভোজ্য তেলের সংকট দেখিয়ে গুদামে মজুদ করা হয়েছিল। যার ফলে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে মোমিন রোডের মেসার্স শরীফ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ওই প্রতিষ্ঠানের মজুদকৃত প্রায় দুইশ লিটার সয়াবিন তেল ক্রেতাদের কাছে প্রকৃত মূল্যে বিক্রি করা হয়। গত ২৩ ফেব্রুয়ারি অধিক মূল্যে তেল বিক্রয়ের অপরাধে এই প্রতিষ্ঠানটিকে আরও একবার জরিমানা করা হয়েছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ জানিয়েছেন, আজকের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে যেন এমন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।