চট্টগ্রাম রেলস্টেশন এলাকার দুই আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত ১০ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) স্টেশন রোডের হোটেল তাজমহল এবং ঢাকা হোটেলে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
আসামিরা হলেন- মোহাম্মদ সাদ্দাম (৩৪), মো. রাজীব (২৪), আব্দুর রহিম রানা (৩২), সোহাগ (৩৪), ইভা আক্তার (২৪), জান্নাতুল ফেরদৌস (২৫), প্রিয়া আক্তার (২৬), আসিফ আহমদ (২৬), হাবিবুর রহমান (৩৪) এবং জেসমিন আক্তার (২৬)।

আটককৃত আসামিদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের দায়ে চট্টগ্রাম মহানগর অধ্যাদেশের ৭৬ ধারায় কোতোয়ালী থানায় মামলা নং-৫৩/২৫, তাং-২২/০২/২০২৫ ইং, ধারা-৭৬/১০৩ সিএমপিও মোতাবেক বিজ্ঞ আদালতের প্রসিকিউশন দাখিল করা হয়।