চট্টগ্রামে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছেন ছয় মাস আগে দুর্বৃত্তদের হাতে নির্যাতিত এক আওয়ামী লীগ নেতা। তার নাম সাইফুল ইসলাম প্রকাশ সাইফুল্লাহ। তিনি সাতকানিয়ার সোনাকানিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জানা গেছে, ছয় মাস আগে একদল দুর্বৃত্ত রাতের আঁধারে তাকে আটকে লোহার রড দিয়ে হাত-পা ভেঙে দেয়। সেই থেকে অকাল পঙ্গুত্ব নিয়ে দিন কাটছিল নিজের বাড়িতে।
গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

স্বজনরা জানিয়েছেন, হামলার শিকার হওয়ার পর থেকে স্ট্রেচারে করে বাড়ির ভেতরে চলাফেরা করতেন সাইফুল। সহযোগিতা ছাড়া এমনকি বাথরুমেও যেতে পারেন না তিনি।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) আসামিদের আদালতে সোপর্দ করেন সাতকানিয়া থানার এসআই আনোয়ার হোসেন পাটােয়ারী। তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে দেওয়া আবেদনেও উল্লেখ করেছেন, ১ নম্বর ক্রমিকের আসামি সাইফুল ইসলাম প্রকাশ সাইফুল্লাহ ডান পায়ে হাঁড় ভাঙা জখম সংক্রান্তে অপারেশন করা হয় বিধায় বর্ণিত আসামি স্ট্রেচারে করে হাঁটাচলা করে।