চট্টগ্রামের পটিয়ায় বাস-প্রাইভেটকার এবং কক্সবাজারের রামুতে প্রাইভেটকার-টমটমের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত এবং ৮ জন আহত হয়েছে।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পটিয়ায় সকাল ৭টা এবং রামুতে দুপুর ২টার সময় ঘটনাগুলো ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৭ টার দিকে চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি বাসের (চট্টগ্রাম জ-১১-00৭৩) সঙ্গে কক্সবাজারমুখী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পরপরই প্রাইভেটকারে থাকা যাত্রীরা ঘটনাস্থলে গাড়িটি রেখে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি।

অন্যদিকে, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে গাড়ি দুটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরো দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।