সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ স্বাক্ষরিত এক বিবৃতিতে ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনাগুলো খুবই উদ্বেগের’ উল্লেখ করে বলা হয়েছে, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় উত্তরণের এই গুরুত্বপূর্ণ সময়ে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় অন্তর্বর্তী সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষ অবিলম্বে পদক্ষেপ নেবে, এমনটাই আশা করছি।
বিবৃতিতে আরও বলা হয়, হাইকোর্টে সাংবাদিকদের ওপরে যে হামলা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। নিরাপত্তা ও নির্ভরতার স্থানগুলোতেও সাংবাদিকদের ওপর এভাবে আক্রমণ ও সন্ত্রাসী কার্যকলাপ সভ্য সমাজে অকল্পনীয়। রাষ্ট্র সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করবেন বলে আশা করি।

সিইউজে নেতৃবৃন্দ বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দায়িত্বরত সাংবাদিকের ওপর হামলার ঘটনা শুধু ন্যাক্কারজনকই নয়, এটা স্বাধীন সাংবাদিকতার ওপরই হামলা। দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে এ ধরনের হামলা স্বাধীন বিচার বিভাগের মর্যাদাও ক্ষুণ্ন করে। হামলার ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবী জানিয়েছেন নেতৃবৃন্দ।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাবেদ আখতারসহ কয়েকজন সাংবাদিক ওপর হামলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের উপর আক্রমণ, সাংবাদিকের মুঠোফোন ছিনিয়ে নেওয়া, অকথ্য ভাষায় গালাগালসহ অপ্রীতিকর পরিস্থিতি তৈরি, অতি সম্প্রতি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দুর্নীতির প্রতিবেদন প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক শারমিন রিমাকে শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম কর্তৃক নাজেহালের ঘটনাসহ সাংবাদিকদের ওপর সাম্প্রতিক সহিংসতা, হেনস্থার ঘটনা উল্লেখ করে সিইউজে নেতৃবৃন্দ বলেন, হস্তক্ষেপের ভয় ছাড়াই সাংবাদিকদের দায়িত্ব পালন করতে দিতে হবে।
এছাড়া গত ৩ ফেব্রুয়ারি দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের পাশের সড়কে দৈনিক সমকালের প্রতিনিধি সোহাগ খানের ওপর হামলা হয়। বিবৃতিতে সেই হামলারও নিন্দা-প্রতিবাদ জানানো হয়।
‘ভয়হীন স্বাধীন সাংবাদিকতা ছাড়া দেশে গণতন্ত্র, উন্নয়ন-অগ্রগতি ও বৈষম্যহীন সমাজ নিশ্চিত করা সম্ভব নয়’ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।