১৪ই মার্চ, ২০২৫

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম রঞ্জুকে ঝিনাইদহে বদলি

শেয়ার করুন

বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার নুর আনোয়ার হোসেন রঞ্জুকে ঝিনাইদহ উপকেন্দ্রে সংযুক্ত করে আদেশ জারি করেছে তথ্য মন্ত্রণালয়।

এর আগে তিনি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

গত ৩১ ডিসেম্বর তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. ইব্রাহীম ভূইয়া স্বাক্ষরিত এক আদেশে তাকে ঝিনাইদহ উপকেন্দ্রে সংযুক্ত করা হয়। স্মারক নম্বর ১৫.০০.০০০০.০২৩.৩৭.০১৬.২১-৪০০।

আদেশে উল্লেখ করা হয়, বর্ণিত ব্যক্তিকে ৫ জানুয়ারি মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে মধ্যাহ্ন এর মধ্যে সংযুক্ত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় অপরাহ্ন থেকে তাকে স্টান্ড রিলিজ বলে গণ্য হবে।

শেয়ার করুন

আরও পড়ুন