১৫ই মার্চ, ২০২৫

লোহাগাড়ায় ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট মোটরসাইকেল আরোহী

শেয়ার করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে শাহিনুল ইসলাম (২৪) নামে মোটরসাইকেল আরোহী।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকার পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিনুল ইসলাম উত্তর আধুনগর ব্যাপারি পাড়ার নাজিম উদ্দিনের ছেলে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের নিচে চাপা পড়ে।

এতে ঘটনাস্থালেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী শাহীনের। হাইওয়ে পুলিশ একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

আরও পড়ুন