১৪ই মার্চ, ২০২৫

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী চৌধুরীর ওপর ক্ষেপেছে সমন্বয়ক রিফাত রশীদ, ক্ষমা চাওয়ার হুঁশিয়ারি

শেয়ার করুন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী চৌধুরীর ওপর ক্ষেপেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশীদ। ফেসবুকে পেজে স্ট্যাটাস দিয়ে মেহেজাবীনকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার হুঁশিয়ারিও দেন।

আজ সন্ধ্যায় টিএসসিতে নিজের সিনেমা প্রিয় মালতীর পোস্টার লাগানোর একটি ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। মূলত, পোস্টারটির নিচে ধর্ষণের পর হত্যার শিকার তনুর গ্রাফিতি আঁকা ছিল।

এরপর রিফাত রশীদ ফেসবুক পোস্টে লেখেন, আমার শহীদ বোন তনুকে চেনেন না মেহজাবীন চৌধুরী চৌধুরী? কার গ্রাফিতির উপর নিজের খোমাওয়ালা পোস্টার লাগাইছেন? চিনবেন কেমনে? আপনাগো সো কল্ড কাল-চারাল পাড়ায় আমার বোনেরে নিয়ে কথা হয় কি?

অবিলম্বে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান।

শেয়ার করুন

আরও পড়ুন