১৪ই মার্চ, ২০২৫

বিপিএল-এ চিটাগং কিংসের চমক, নিয়োগ দিল বিদেশি ক্রিকেট প্রেজেন্টার

শেয়ার করুন

আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বিপিএল এর। টুর্নামেন্টের ১১তম আসরে এবার নতুন মাত্রা যোগ করেছে চিটাগাং কিংস।

বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো চিটাগাং দলে যোগ দিয়েছে একজন অফিসিয়াল উপস্থাপক। এটি শুধু একটি সাধারণ নিয়োগ নয়, কেননা হোস্ট হিসেবে যুক্ত হয়েছেন বিখ্যাত কানাডিয়ান মডেল ইয়েশা সাগর।

ইয়েশা সাগর একজন কানাডার মডেল-অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও প্রফেশনাল ক্রিকেট প্রেজেন্টার।

কানাডার নাগরিক হলেও ইয়েশার জন্ম ভারতের পাঞ্জাবে। ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর জন্ম নেয়া এই গ্ল্যামার তারকা ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন।

২০১৫ সালে কানাডায় পাড়ি জমানোর পর মিউজিক ভিডিও এবং চলচ্চিত্রে কাজ শুরু করেন। ২০২৩ সালে তিনি পাঞ্জাবি সিনেমা ‘ইয়ারান দা রুতবা’য় অভিনয় করেন।

শেয়ার করুন

আরও পড়ুন