চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার ইস্যুতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় যৌথবাহিনীর অভিযানে সন্দেহভাজন ২৭ জনকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতভর কোতোয়ালী থানা এলাকায় থেকে তাদের আটক করা হয়।
আটক ২৭ জনের বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রইছ উদ্দিন।

সিএমপির এই কর্মকর্তা জানান, ‘অভিযানে আটককৃতদের কার ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও কোনো মামলা দায়ের হয়নি।‘ এর আগে গতকাল মঙ্গলবার দিনভর আদালত এলাকায় সংঘর্ষের পর মধ্যরাত পর্যন্ত নগরের পাথরঘাটা মেথর পট্টি, আন্দরকিল্লা, হাজারীগলি এলাকায় অভিযান চালানো হয়।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা। সাইফুল ইসলাম আলিফ সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছিলেন। তার বাড়ি লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামে। বাবার নাম জামাল উদ্দিন।