বিকেলে সনাতনী ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। নিউ মার্কেট এলাকায় ইসকন এবং চিন্ময়ের অনুসারীদের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করছে সংখ্যাগুরু মোসলমানরা।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম নগরে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিজিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মহানগরীতে মোতায়েন করা হয়েছে ৬ প্লাটুন বিজিবি।