চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরত সনাতনীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারশেল করে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে পাঠানোর নির্দেশ দিলে দীর্ঘ প্রায় তিনঘণ্টা তাকে বহনকারী প্রিজনভ্যান আটকে রেখেছিল সনাতনীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী অনেক বুঝিয়ে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় বিক্ষোভকারীদের।
এরপর আদালত চত্বর থেকে বের হয়ে লালদীঘি পাড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় বেশ কিছু যানবাহন এবং স্থাপনায় হামলা করে বিক্ষোভকারীরা। পরে স্থানীয় হকার ও এলাকাবাসী বিক্ষোভকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাল্টা হামলায় জড়িয়ে পড়ে। এ সময় সাইফুল ইসলাম আলিফ নামের এক শিক্ষানবীশ আইনজীবী ইটপাটকেলের আঘাতে নিহত হয়েছেন। এছাড়া, উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা সবাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ইসকন সমর্থকরা আমাদের সাধারণ জনগণের ওপর হামলা করে। আমাদের এক ভাইকে একা পেয়ে ইট দিয়ে ইচ্ছা মতো মাথা থেতলাইছে। আমাদের আরও কয়েকজন ভাই আহত হয়েছেন। আমরা তাদের বিচার চাই।