চট্টগ্রাম শহরের বন্দর থানা এলাকার সল্টগোলা এলাকায় বাঁশবাগানের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
আজ বুধবার (২০ নভেম্বর) বেলা ১২ টার দিকে শাহ সুফি কোরবান আলী শাহ মাজার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোহাম্মদ ইসমাইল (৪২)। তিনি ওই এলাকায় কবির আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, বেলা ১২ টার দিকে মাজার বাড়ি উত্তর কোণে অবস্থিত একটি বাঁশ বাগানের দখল সূত্র দাবি করে এক ব্যক্তি বাঁশ কাটতে যান। এসময় ওই বাঁশ বাগানের প্রকৃত দখলদার দাবি করে মোহাম্মদ ইসমাইল ও তার চাচাতো ভাই জালাল তাকে বাঁধা দেন। এক পর্যায়ে ইসমাইল- জালাল আর ওই ব্যক্তির মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় স্থানীয়রা এসে উভয়পক্ষকে শান্ত করে বাড়িতে পাঠিয়ে দেয়।
পরে মোহাম্মদ ইসমাইল বাসা থেকে বের হয়ে অন্য একটি কাজে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন কাঠের পাট্টা দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে। এতে তিনি গুরুতর আহত হন। মূমূর্ষ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বন্দর থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সুলতান আহসান বলেন, তুচ্ছ ঘটনায় একটি খুন সংঘটিত হয়েছে। আমরা ঘাতকদের গ্রেফতারে চেস্টা করছি।