১৪ই মার্চ, ২০২৫

ঘন কুয়াশায় বিমান অবতরণে চট্টগ্রাম বিমানবন্দর ঘিরে বিকল্প ব্যবস্থা

শেয়ার করুন

ঘন কুয়াশায় বিমান অবতরণের জন্য চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে বিকল্প ব্যবস্থা ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল।

রবিবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনকালে এ নির্দেশনা দেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

সপ্তাহে চার দিন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও বাকি তিন দিন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ২৪ ঘণ্টা খোলা থাকবে।

বেবিচক চেয়ারম্যান বলেন, অতীতে শীতকালে ঘন কুয়াশার কারণে বিমান ঢাকায় অবতরণ করতে না পারলে তা অন্য দেশের বিমানবন্দরে নিয়ে যেতে হতো। তবে এবার বিকল্প ব্যবস্থা হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সপ্তাহে চার দিন ২৪ ঘণ্টা চালু থাকবে। বাকি তিন দিন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর একইভাবে চালু থাকবে। ফলে বিকল্প হিসেবে এই দুটি বিমানবন্দরে ফ্লাইট ল্যান্ডিং করানো যাবে।

বেবিচক চেয়ারম্যান যাত্রী বিমানবন্দরের প্রান্তিক ভবন, যাত্রী লাউঞ্জ, রানওয়ে, এপ্রোন, নতুন বোর্ডিং ব্রিজ, শিশু পার্ক, ড্রাইভওয়েসহ অন্যান্য চলমান প্রকল্পসমূহ পরিদর্শনকালে বেবিচক চেয়ারম্যান বলেন, বিমানবন্দরের আধুনিকায়ন এবং উন্নয়ন কার্যক্রম যাত্রীসেবা ও নিরাপত্তা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সকলকে এসব কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য নির্দেশনা দেন।

শেয়ার করুন

আরও পড়ুন