১৪ই মার্চ, ২০২৫

ফটিকছড়িতে রিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত

শেয়ার করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে ব্যাটারিচালিত রিকশার সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেলের সংঘর্ষে সাইদুল আনোয়ার বাবু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে ফটিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বারৈয়ারহাট সংলগ্ন ম্যারেজ পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, মোটরসাইকেলের সঙ্গে একটি ব্যাটারিচালিত রিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত সাইদুল আনোয়ার বাবু (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী। পরে তাকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বাবু ওই এলাকার মোহাম্মদ দায়েম চৌধুরী বাড়ির প্রবাসী মোহাম্মদ ইদ্রিসের ছেলে।

শেয়ার করুন

আরও পড়ুন