১৫ই মার্চ, ২০২৫

পাথরঘাটায় ৫দিন ব্যাপী জগদ্বাত্রী পূজা উদযাপন

শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় ৫দিন ব্যাপী জগদ্বাত্রী পূজা উদযাপন করা হয়েছে।

৮ নভেম্বর থেকে ১২ নভেম্বর পাথরঘাটা জগদ্বাত্রী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার হরেশ চন্দ্র মুন্সেফ লেইনের দূর্গা মন্দির প্রাঙ্গণে এ পূজা উদযাপন হয়।

গত ৮ নভেম্বর (শুক্রবার) মঙ্গলশোভা যাত্রা এবং মায়ের আগমনির মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়।

পরের দিন ৯ নভেম্বর (শনিবার) সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঙ্গীতানুষ্ঠানে ছিল সায়াংকালে দেবীর বোধন, আমন্ত্রণ এবং অধিবাস। সন্ধ্যায় গীতা পাঠ এবং ধর্মীয় সঙ্গীত পরিবেশন হয়। সঙ্গীত পরিচালনায় ছিলেন অলোক দেবনাথ।

১০ নভেম্বর (রোববার) সকাল ছয়টা থেকে শ্রী শ্রী মায়ের পূজা শুরু হয়, প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর এবং পূজা সমাপণ। দুপুর ১টায় ভোগ নিবেদন, সন্ধ্যায় মনমুগ্ধকর মায়ের সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়। পরিবেশনায় ছিল সাহস ডাকি ও তার দল।

১১ নভেম্বর ( সোমবার) সকাল ১১টায় দশমী বিহীত পুজা সমাপন, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় শ্রী ধামোদর ভগবানকে প্রদীপ নিবেদন ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। পরিচালনায় ছিল প্রবর্তক ইসকন মন্দির ইসকন।

১২ নভেম্বর (মঙ্গলবার) মায়ের নিরঞ্জন অনুষ্ঠিত হয়।

মণ্ডপ সাজসজ্জায় ছিল চিত্রকল্প ইভেন্ট, মৃৎশিল্পী সূর্যদাশ এবং ডেকোরেটার্স মানিক।

শেয়ার করুন

আরও পড়ুন