করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল শ’খানেক নেতাকর্মীকে নিয়ে যোগ দিয়েছিলেন সমাবেশে। মিছিল নিয়ে সমাবেশ স্থলে ঢোকার সময় চাপাচাপিতে পকেটে থাকা ৫০ হাজার টাকার বান্ডেল চুরি হয়ে যায়। সমাবেশে আসার জন্য গাড়ি ভাড়া এবং আনুষঙ্গিক খরচের টাকা ছিল জানিয়ে তিনি বলেন, পরে এক সহকর্মীর কাছ থেকে এক হাজার টাকা ধার নিয়ে বাড়ি ফিরতে হয়েছে।
পকেটে থাকা ১১ হাজার টাকা খোয়া গেছে সদস্য সচিব ইয়াছিন মিজানেরও। তিনি বলেন, আমার পকেটে ১১ হাজার টাকা ছিল, মিছিল শেষে দেখি সেগুলো নাই।
শুধু বাবুল আর মিজানই নয়, আরেক বিএনপি নেতা হারিয়েছেন লাখ টাকা দামের আইফোন। অনেকেই হারিয়েছেন মানিব্যাগও।

আজ বুধবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসমাবেশ করে উপজেলা বিএনপি। সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি জনসমুদ্রে রূপ নেয়। বিকাল তিনটা অনুষ্ঠিত এ সমাবেশে দুপুর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় ওঁৎপেতে থাকা চোরের দল নেতাদের পকেটে থাকা মোবাইল, মানিব্যাগ ও নগদ অর্থ হাতিয়ে নিয়েছে।
এদিন সমাবেশকে ঘিরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, মিরসরাইয়ে আজকের সমাবেশ ছিল স্মরণকালের সবচেয়ে বড়। এ ধরনের বড় সমাবেশে ছোটখাটো কিছু ত্রুটি বিচ্যুতি ঘটতে পারে, এসব ব্যাপারে নিজেদের সচেতন থাকা উচিত।







