চট্টগ্রামের বাঁশখালীতে শাসন করতে গিয়ে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাই মো. ওসমান গনি (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় বড় ভাই মো. মানিককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (১১ নভেম্বর) রাত ৮টায় সরল ইউনিয়নের নতুন বাজার এলাকার ভেলুয়া বাপের মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ওসমান সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর সরল গ্রামের মোহামদ হারুন রশিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ছোটভাই ওসমানের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় ছোট ভাইকে শাসন করতে গিয়ে ইট দিয়ে আঘাত করে বড়ভাই। এতে ওসমান গনি গুরুতর আহত হয়ে মারা যায়। এ ঘটনায় বড় ভাই মোহাম্মদ মানিককে গ্রেফতার করা হয়েছে। লাশের সুরতহাল তৈরি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা চলছে।
