চট্টগ্রামের হাটহাজারীতে মশার কয়েক জ্বালিয়ে রেললাইনে ঘুমিয়ে পড়েছিলেন এক ব্যক্তি। পরে ঘুমন্ত অবস্থায় ট্রেনে কাটা পড়ে দেহ চার টুকরো হয়েছে।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কাটিরহাট রেল স্টেশনের দক্ষিণ পাশে খণ্ডালিয়ার ঘাটায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদকর্মী বোরহান উদ্দিন জানান, ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির দেহ তিন থেকে চার টুকরা হয়ে গেছে। চেহারা চেনা যাচ্ছে না। পাশে জ্বলন্ত অবস্থায় মশার কয়েল ও অন্যান্য জিনিসপত্রও পড়ে রয়েছে। তাতেই ধারণা করা হচ্ছে, লোকটি রেল লাইনের একপাশে মাথা ও অন্যপাশে পা রেখে ঘুমাচ্ছিলেন। এ অবস্থায় ট্রেনে কাটা পড়েছেন তিনি।

স্থানীয়দের ধারনা, তিনি দিনমজুর। ভিন্ন কোন জেলা থেকে এখানে কাজ করতে এসেছিলেন। তবে তিনি যে এই এলাকার বাসিন্দা নন তা অনেকটা নিশ্চিত।
চট্টগ্রাম রেলওয়ে কন্ট্রোল রুম এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।