১৫ই মার্চ, ২০২৫

ফারুকী-বশিরকে উপদেষ্টা করার প্রতিবাদ করতে গিয়ে চট্টগ্রামে আটক ৫

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

চট্টগ্রামে ‘তাওহীদি ছাত্র জনতা’র ব্যানারে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন এবং প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করার প্রতিবাদ করতে গিয়ে আটক হয়েছেন পাঁচজন।

আজ সোমবার (১১ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভা থেকে তাদের আটক করা হয়।

তাৎক্ষণিক আটককৃতদের পাঁচজনের মধ্যে চার জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- শিবলী নোমান, ওসামা, মবিন ও তওকীর। এর মধ্যে শিবলী নোমান ‘তাওহিদী ছাত্র-জনতা, চট্টগ্রামের’ আহ্বায়ক। বাকিরা সবাই সদস্য।

পুলিশ জানিয়েছে, আটক পাঁচ জনের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কোনো সম্পৃক্ততা আছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রবেশমুখে ৮-১০ জন তরুণ ব্যানার হাতে জড়ো হয়েছিলেন। আগে থেকে উপস্থিত থাকা পুলিশ ধাওয়া দিলে দৌঁড়ে পালানোর সময় ৫জনকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ ফজলুল কাদের চৌধুরী গণমাধ্যমকে বলেন, আটককৃতদের সঙ্গে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর কোনো সংশ্লিষ্টতা আছে কি না সেটা খতিয়ে দেখছি। এখন জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন

আরও পড়ুন