১৪ই মার্চ, ২০২৫

চট্টগ্রামের ফ্ল্যাটে লুকিয়ে আছে ওবায়দুল কাদের, পুলিশের অভিযানের পর যা জানা গেল

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চট্টগ্রামের একটি ফ্ল্যাটে আত্মগোপনে আছেন। ওই সূত্রে শনিবার রাতে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার আগ্রাবাদ এক্সেস রোডের এ আর টাওয়ারের একটি ফ্ল্যাটে চিরুনি অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ।

জানা যায়, ওই ফ্ল্যাটটি ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই নুরুল হুদা বাবুর। পুলিশ কাদেরকে না পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য নুরুল হুদা বাবুকে থানায় নিয়ে যায়। তবে, রোববার সকালে তাকে ছেড়ে দেওয়া হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওবায়দুল কাদের স্ত্রীর বড় ভাইয়ের বাসায় আত্মগোপনে আছেন। পরে আমরা ওই ফ্ল্যাটে অভিযান চালাই। তাকে না পেয়ে আমরা নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় জিজ্ঞাসাবাদ করে সকালে ছেড়ে দিয়েছি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) কাজী মো. তারেক আজিজ বলেন, ওবায়দুল কাদের অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তবে তার সন্ধান মেলেনি। তার এক আত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। তার কোন ধরনের সংশ্লিষ্টতা না পাওয়ায় পারিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

শেয়ার করুন

আরও পড়ুন