১৫ই মার্চ, ২০২৫

ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও করেছে স্কুল শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

আশরাফুল ইসলাম রাব্বি (প্রকাশ আরফান)। পাশাপাশি ভৈরব জিল্লুর রহমান স্কুল অ্যান্ড কলেজের খণ্ডকালীন শিক্ষক। কলেজের অন্যান্য শিক্ষকদের চেয়ে রাব্বি শিক্ষর্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। শিক্ষার্থীদের বিপদে-আপদে পিতা-মাতা কিংবা বড় ভাইয়ের ন্যায় সবসময় পাশে দাঁড়ায়।

আজ তিনি গ্রেফতার হয়েছেন। তাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ হামলার অভিযোগে।

শিক্ষকের পাশাপাশি আশরাফুল ইসলাম রাব্বির আরও একটি পরিচয় আছে। সে ভৈরব উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

গতকাল (৪ নভেম্বর) রাব্বিকে গ্রেফতার করে ভৈরব থানায় হস্তান্তর করে র‌্যাব-১৪।

এদিকে, আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রিয় শিক্ষকের মুক্তির দাবিতে ভৈরব থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। এ সময় র‌্যাব ও সেনাবাহিনীর প্রহরায় আসামিকে নিরাপদে আদালতে পাঠানো হয়। পরে দুপুর সাড় ১২টার দিকে শিক্ষার্থীরা ভৈরব থানা ত্যাগ করে চলে যান।

শেয়ার করুন

আরও পড়ুন