৫ই ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু!

শেয়ার করুন

স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মনছুর আলম (৩৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৪ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত মনছুর পটিয়া উপজেলার বাটিখাইন এলাকার মৃত ইমাম শরীফের ছেলে। এক বাচ্চার বাবা মনছুন।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্বশুর বাড়িতে কয়েকদিন আগে বেড়াতে এসেছিলেন তিনি। ঘরের বাতি লাগাতে গিয়ে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাফিদুল ইসলাম বলেন, মনছুর নামের একজনকে হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা নিরীক্ষা করে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন