১৫ই মার্চ, ২০২৫

সোমবার পর্যন্ত সময়, দাবি না মানলে সিটি গেট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি সনাতনীদের

শেয়ার করুন

চট্টগ্রাম শহরের নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে লাগানো জাতীয় পতাকার ওপর ‘আমি সনাতনী’ শিরোনামে গেরুয়া পতাকা লাগানোর দায়ে হিন্দু নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ দুজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, আগামী সোমবারের মধ্যে দায়ের করা মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সনাতন জাগরণ মঞ্চ। শুধু তাই নয়, প্রয়োজনে চট্টগ্রামের সিটি গেট বন্ধ করে দেওয়া হবে বলেও জানান সংগঠনটির নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নগরের চেরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেন নেতারা।

এ সময় সমাবেশে আগামীকাল শুক্রবার বিকেলে ৬৪ জেলায় সমাবেশ এবং রবিবার জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।

সমাবেশে সনাতনী সমাজ বাংলাদেশের সমন্বয়ক স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী হিন্দু নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা ফিরোজ খানকে নিয়ে প্রশ্ন তুলে বলেন, এই কিছুদিন আগেও বাংলাদেশের একটি গোষ্ঠী জাতীয় পতাকা অবমাননা করা হয়েছিল। আমরা দেখেছি তারা আমাদের জাতীয় পতাকার উপরে ফিলিস্তিনের পতাকা বেঁধেছিল। আমরা আরও দেখেছি, পায়ের নিচে জাতীয় পতাকাকে পড়ে থাকতে। তখন মামলা কেন হলো না? রাষ্ট্রদ্রোহের মামলা রাষ্ট্রপ্রধান দেবেন। কিন্তু মামলার বাদি এই ফিরোজ খান কে। কোন জায়গা থেকে এসেছে? এসব জানতে চাই।

মামলা প্রত্যাহারে গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী আগামী সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে বলেন, আগামী সোমবারের মধ্যে মামলা তুলে নেওয়া না হলে আমরা ওইদিন বৃহৎ কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো।

সমাবেশে বৈষম্যবিরোধী আন্দোলন, চট্টগ্রামের সমন্বয়ক জুয়েল আইচ চট্টগ্রাম সিটি গেট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি করে বলেন, আর যদি আমাদের গ্রেপ্তার করতে হয়, তাহলে নতুন করে জেলখানা নির্মাণ করে ফেলুন। হিন্দু সমাজ এখন ঐক্যবদ্ধ। হিন্দু সমাজ হাতে হাত রেখে লড়াই করতে শিখেছে। আর আমাদের দাবি মেনে নেওয়া না হলে প্রয়োজনে চট্টগ্রামের সিটি গেট বন্ধ করে দেওয়া হবে।

প্রসঙ্গত, নগরের নিউমার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে গেরুয়া পতাকা লাগিয়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গত বুধবার সন্ধ্যায় দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং চট্টগ্রামের সনাতন জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্তসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশের ডাক দেয় সনাতন জাগরণ মঞ্চ।

শেয়ার করুন

আরও পড়ুন