১৪ই মার্চ, ২০২৫

হিন্দু শাখার কমিটি দিল জামায়াতে ইসলামী, বৌদ্ধ-খ্রিস্টান শাখার কমিটি কবে আসছে?

শেয়ার করুন

উপ-মহাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী অন্যতম। বৃটিশ আমল, পাকিস্তান আমল শেষ করলেও বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পর প্রথমবারের মতো ভিন্নধর্মাবলম্বীদের (হিন্দু) দলটিতে সংযুক্ত করা হয়েছে।

ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, জামায়াতে ইসলামী কী বৌদ্ধ-খিস্ট্রান ধম্বাবলম্বীদেরও দলে সংযুক্ত করবে? যদিও এই বিষয়ে দলটি কোনো বার্তা দেয়নি।

জানা গেছে, রংপুরের পীরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মণ ও সাধারণ সম্পাদক হিসেবে ওষুধ ব্যবসায়ী বিজন চন্দ্র দাসের নাম ঘোষণা করা হয়েছে।

গত শুক্রবার (২৫ অক্টোবর) রাতে উপজেলা জামায়াতের অফিসে আয়োজিত হিন্দু সম্প্রদায়কে নিয়ে আলোচনা ও মতবিনিময় সভায় এ কমিটির নাম ঘোষণা করেন সদর ইউনিয়ন শাখার জামায়াতের আমির আব্দুর জব্বার।

এছাড়া সহ-সভাপতি হিসেবে দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রদর্শক তাপস চন্দ্র রায়, সহ-সম্পাদক কিসামত ঝিনিয়া, সনাতন সংঘের সভাপতি হিসেবে সুধারঞ্জন বর্মণ ও অর্থ সম্পাদক দেউতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক প্রভাষ চন্দ্র বর্মণের নাম ঘোষণা করা হয়।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস আলী। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, দফতর সম্পাদক জাকির হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ভবেশ চন্দ্র বর্মণ, ইউনিয়ন জামায়াতের অর্থসম্পাদক হোসাইন আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন