১৪ই মার্চ, ২০২৫

কমলাপুর রেলস্টেশনের স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্লোগান প্রদর্শন, ব্যাপক সমালোচনা

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

আওয়ামী লীগ সরকারের লজ্জাজনক পতন হয়েছে গত ৫ আগস্ট। ৮১ দিন পর আজ রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্রবেশ ও বাহির পথের ডিজিটাল স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্লোগান প্রদর্শিত হয়েছ। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বোত্র রেল কর্তৃপক্ষকে নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

আজ শনিবার (২৬ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। যদিও এরই মধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, ভোর ৫টা ৫৭ মিনিট থেকে সকাল ৯টা ৫১ মিনিট পর্যন্ত স্টেশনের স্ক্রিনে এই স্লোগান দেখা যায়। পরে কর্তৃপক্ষ বিষয়টি জানার পর স্ক্রিন দুটি বন্ধ করে দেয়। ঘটনাটি ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা সম্ভবত একজন যাত্রী ভিডিও করেছেন।

ঢাকা রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছেন এবং ঘটনার তদন্ত চলছে। ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, “সকাল ৯টার দিকে আমরা বিষয়টি জানতে পারি। অনেকেই বলছেন, ভোর থেকেই স্ক্রিনে এমন লেখা প্রদর্শিত হচ্ছিল।”

রেলওয়ে ডিভিশনাল ইলেকট্রিক বিভাগের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোবারক এ বিষয়ে মন্তব্য করতে এড়িয়ে যান।

এ ঘটনার পর স্টেশনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন

আরও পড়ুন