১৪ই মার্চ, ২০২৫

চট্টগ্রাম মহানগর ও দক্ষিণে পুননির্বাচিত , উত্তরে জামায়াতের নতুন আমীর কে?

শেয়ার করুন

আগামী ২০২৫ এবং ২০২৬ সালের কার্যকালের জন্য সারাদেশের জেলা ও মহানগরে আমীরের দায়িত্ব পাওয়া ৭৮ জন নেতার একটি নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর মগবাজারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মপরিষদের বৈঠকে এ তালিকা প্রকাশ করা হয়। এতে সভাপতিত্ব করেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

৭৮ জনের ওই তালিকায় রয়েছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় আমীরের দায়িত্ব পাওয়া নেতাদের নামও।

জানা যায়, আগামী ২০২৫-২৬ কার্যকালের জন্য চট্টগ্রাম মহানগরে আমীরের দায়িত্ব পেয়েছেন বর্তমান আমীরে জামায়াত শাহজাহান চৌধুরী। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ২০২৪-২৫ এর কার্যকালের জন্য তাঁকে আমীর করা হয়েছিল। অর্থাৎ, এবার তিনি পুননির্বাচিত হয়েছেন। শাহজাহান চৌধুরী একজন সাবেক সংসদ সদস্য। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে দুইবার সংসদ সদস্য ছিলেন। দায়িত্ব পালন করেছেন জাতীয় সংসদের হুইপ হিসেবেও।

চট্টগ্রাম দক্ষিণ জেলায়ও পুনর্বিবাচিত হয়েছেন অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।

চট্টগ্রাম উত্তর জেলার আমীর নির্বাচিত হয়েছেন আলাউদ্দিন সিকদার। তিনি এর আগে সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন

আরও পড়ুন