১৪ই মার্চ, ২০২৫

৪৫০ টাকার প্যাকেজে যা পাচ্ছেন

চট্টগ্রামে ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রি শুরু, অল্পদামে কিনতে মানুষের লম্বা লাইন

চকবাজারে ন্যায্যমূল্যে কৃষিপণ্য কিনতে মানুষের লম্বা লাইন

শেয়ার করুন

চট্টগ্রামে খোলাবাজারে ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির এ কার্যক্রম শুরু করেছে কৃষি বিপণন অধিদপ্তর।

কৃষিপণ্যের মধ্যে আছে- ডিম ১৩০ টাকা, আলু এক কেজি ৩০ টাকা, পেঁপে ২০ টাকা, করলা ৪০ টাকা, পেঁয়াজ ৭০ টাকায়। টোটাল ৪৫০ টাকায় দুই কেজি পেঁয়াজ, এক ডজন ডিম, ৪ কেজি আলু, এক কেজি পেঁপে এবং এক কেজি করলা বিক্রি হচ্ছে।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) নগরীর চকবাজার কাঁচাবাজারের কয়েকগজ দূরেই ধনিয়ারপুল এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম। এই সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নগরের গুরুত্বপূর্ণ স্থানে আগামী ১৫ দিন এই বিক্রি কার্যক্রম চলবে। আজ চকবাজার ছাড়াও দেওয়ানহাট, ষোলোশহর, ফিরিঙ্গিবাজার ও ফিরোজশাহ এলাকায় চলছে এ কর্মসূচি।

এদিকে, বাজার থেকে কম মূল্যে পণ্য কিনতে পেরে খুশি সাধারণ মানুষ। কার্যক্রম উদ্বোধনের আধা ঘণ্টার মধ্যে অল্পদামে কৃষিপণ্য কিনতে মানুষের লম্বা লাইন দেখা যায়। এ সময় তারা এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

উদ্বোধনের পর কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাসুদ করিম বলেন, বিগত সময়ে দেশের বিভিন্ন স্থানে বন্যা হয়েছে। এতে যেসকল শীতকালীন সবজি বাজার স্থিতিশীল রাখে সেসকল সবজি বন্যার পানিতে ডুবে গেছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিরুপ প্রভাব পড়ছে। বিশেষ করে ডিম ও সবজির দাম বৃদ্ধি পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে নিম্ন আয়ের মানুষের জন্য এ কর্মসূচি।

মহানগর/এআই

শেয়ার করুন

আরও পড়ুন