১৪ই মার্চ, ২০২৫

টেস্ট স্কোয়াড থেকে সাকিবের নাম বাদ না দিলে ‘মিরপুর ব্লকেড’র হুমকি

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

গতকাল ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। সেখানে ক্রিকেটার সাকিব আল হাসানের নামও আছে। আজ টেস্ট স্কোয়াড থেকে সাকিব আল হাসানের নাম বাদ দিতে বিসিবির কাছে স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরে আন্দোলনকারী ছাত্র-জনতা। এ সময় নাম বাদ না দিলে ‌‘মিরপুর ব্লকেড’ ঘোষণা করার হুমকি দেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর থেকে মিরপুরে প্ল্যাকার্ড হাতে জড়ো হন বেশ কয়েকজন শিক্ষার্থী। এ সময় তারা ‘আমার ভাই কবরে, সাকিব কেন বাহিরে’, ‘টরন্টো নাকি মিরপুর, মিরপুর মিরপুর’ স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে পুলিশ বাধা দিলে তারা বিসিবি সভাপতি বরাবর স্মারকলিপি দিতে কার্যালয়ে যাওয়ার ইচ্ছের কথা জানান। কিছুক্ষণ আলোচনার পর বিক্ষোভকারীদের প্রতিনিধি হিসেবে পাঁচজন ভেতরে প্রবেশ করেন। তারা বিসিবির নিরাপত্তা প্রধান মেজর হাসিবের কাছে স্মারকলিপি দিয়েছেন বলে জানান।

স্মারকলিপি প্রদান শেষে ‘মিরপুরের ছাত্র-জনতার’ প্রতিনিধি পরিচয়ে কথা বলেন আল মাসনূন। সেখানে তিনি সাকিবকে মিরপুর টেস্টের দল থেকে বাদ দেওয়ার দাবি জানান। তা না হলে মিরপুর ব্লকেড করা হবে।

শেয়ার করুন

আরও পড়ুন