১৪ই মার্চ, ২০২৫

যে ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে?

ফাইল ছবি

শেয়ার করুন

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে করা মামলায় ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে আওয়ামী লীগ এমপি-মন্ত্রী ও নেতাকর্মীসহ শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মী রয়েছে বলে সূত্রে জানা গেছে।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য সূত্রে জানা গেছে, গ্রেফতারি পরোয়ানা জারি করা ৪৫ জনের মধ্যে কয়েক জনের নাম প্রকাশ্যে এসেছে।

যাদের নাম জানা গেছে :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তথ্য উপদেষ্টা জয় ছাড়াও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও অধ্যাপক জাফর ইকবাল রয়েছেন।

এর মধ্যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক গ্রেফতার আছেন।

আদালত জানিয়েছেন, গ্রেফতারি পরোয়ানা জারি করা ৪৫ জন যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে, তদন্ত এবং বিচারের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

শেয়ার করুন

আরও পড়ুন