বর্ষা শেষ মৌসুমে চাঁদপুর যেন সাপের রাজ্যে পরিণত হয়েছে। শোবার ঘর থেকে শুরু করে, টয়লেট, রান্নাঘর এবং ফসলি জমিসহ সর্বত্র সাপের বিচরণ। শিশু থেকে বৃদ্ধ, সামনে যাকে পাচ্ছে তাকেই কামড় দিয়ে পালিয়ে যাচ্ছে সাপ। গত দু্ই সপ্তাহে অন্তত অর্ধশতাধিক মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় অন্তত ১১ জন সাপের কামড়ে আহত হয়েছেন। এর মধ্যে একজন মারা গেছে বলে জানা গেছে।
স্বজনরা জানিয়েছেন, নিহত বাসেদ পাটওয়ারী (৭০) ফসলি জমিতে কাজ করার সময় অচেনা বিষাক্ত সাপ কামড় দিয়েছে। গতকাল মঙ্গলবার কামড় দেওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাপের কামড়ে আহত আল আমিন বলেন, বাড়ির পাশেই কাজ করছিলাম। হঠাৎ একটি সাপ এসে বাঁ পায়ে কামড়ে দেয়। প্রথমে কবিরাজের কাছে চিকিৎসা নিয়ে হাসপাতালে যাই।

চাঁদপুর সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বেলাল আহমেদ বলেন, হাসপাতালে রাসেলস ভাইপারের কামড়ে আহত রোগী না পাওয়া গেলেও অধিকাংশই বিষধর সাপের কামড়ে আহত হয়েছেন। অধিকাংশ রোগীরা অ্যান্টিভেনম নিয়ে বাড়ি ফিরে গেছেন। এ সময়ে একটু সতর্ক থাকতে হবে। সাপের কামড়ে আহতদের কবিরাজের কাছে না নিয়ে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে এলে ঝুঁকি থাকবে না।