রাজধানী ঢাকার ধানমণ্ডি লেকের পশ্চিম অংশে ৫১ কাঠা জমির ওপর তৈরি হচ্ছে আধুনিক নজরুল সরোবর।
আজ সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কবি নজরুল ইন্সটিটিউটটের ব্যবস্থাপনায় এ সরোবর তৈরি হচ্ছে বলে জানিয়েছেন নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিল্পী।
সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ইনশাল্লাহ- আমরা ‘’নজরুল সরোবর’’ বানাতে যাচ্ছি। ধানমণ্ডি লেকের পশ্চিম অংশে রোড নম্বর ১৩/ এ এবং ৮/এ সংলগ্ন লেকের পাড়ে একটি এম্পিথিয়েটার ‘নজরুল সরবর’ নির্মাণের ডিজাইন প্লানিং এর সমস্ত কাজ শেষ হয়েছে।

৫১ কাঠা জমির ওপর নির্মিত এই সরোবর কমপ্লেক্সে থাকছে:
নজরুলের সাহিত্য কর্ম নিয়ে পাঠাগার, এম্পিথিয়েটার, বসার স্থান, গণপরিসর, হাঁটার স্থান, রেস্তোরাঁ, নজরুল স্মৃতি ফলক, ল্যানডস্কেপিং, সাউন্ড সিস্টেম, লাইটিং, আন্ডার গ্রাউন্ড টয়লেট।
লতিফুল ইসলাম শিল্পী বলে, বর্ষায় কাচেঘেরা বারান্দায় বসে নজরুল সঙ্গীত শুনতে শুনতে বৃষ্টি দেখাটা নিশ্চয় খুব আনন্দের হবে। আমাদের নিজস্ব সাউন্ড সিস্টেম থাকবে, শুধু হাতে করে একটা গিটার নিয়ে আসলেই করা যাবে কনসার্ট। রেস্তোরাঁয় থাকবে বিদ্রোহী কবির পছন্দের খাবারগুলো।

তিনি আরও বলেন, আশা করছি নজরুল ইন্সটিটিউট-এর ব্যবস্থাপনায় নতুন বাংলাদেশের তারুণ্যের জন্য নজরুল সরোবর হয়ে উঠবে শিল্প সাহিত্যের এক জমজমাট তীর্থস্থান।