বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় মুখ পরীমণি। নানান কারণে প্রায়ই সংবাদের সিরোনাম হন এই নায়িকা।
বাংলাদেশি সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী হলেও প্রথমবারের মতো ওপার বাংলার চলচ্চিত্র অঙ্গনেও নাম লিখিয়েছেন। কিছুদিন আগে শুটিং সম্পন্ন হয়েছে ওপার বাংলার প্রথম সিনেমা ফেলুবক্সী।
এবার শারদীয় দুর্গাপূজা উৎসবে কলকাতার পূজামণ্ডপে স্থান পেয়েছে পরীমণির সিনেমার পোস্টার। কলকাতার একটি মন্দিরের গেট সাজানো হয়েছে ‘ফেলুবক্সী’ সিনেমার পোস্টার দিয়ে।

যা ফেসবুকে শেয়ার করেছেন পরীমণি নিজেই। লিখেছেন, ‘শিগগিরই আসছে লাবণ্য…।’
মূলত, ফেলুবক্সী সিনেমায় লাবণ্য চরিত্রে দেখা যাবে পরীমণিকে। সিনেমাটির পরিচালনা করেছেন দেবরাজ সিনহা। এতে পরীর সহশিল্পী হিসেবে থাকছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। থ্রিলার ঘরানার এই সিনেমায় সোহম আর মধুমিতাকে দেখা যাবে দেবযানী চরিত্রে।