১৪ই মার্চ, ২০২৫

পটিয়ায় ফেসবুকে মহানবীকে (সা.) কটূক্তি, আটক যুবকের ফাঁসির দাবিতে থানা ঘেরাও জনতার

পটিয়া থানার সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

শেয়ার করুন

চট্টগ্রামের পটিয়ায় ফেসবুকে হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে পার্থ বিশ্বাস পিন্টু নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ।

এ সময় প্রকাশ্যে তার ফাঁসির দাবিতে পটিয়া থানা ঘেরাও করেছে স্থানীয় জনতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পটিয়ার সামনে বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা বলেন, ওর সাহস কি করে হয়, ৯০ ভাগ মুসলিম দেশে আমাদের প্রিয় নবীকে গালি দেয়। আমরা ওর প্রকাশ্যে ফাঁসির দাবি করছি।

এ সময় আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করতে দেখা যায় পুলিশকে। পুলিশ বোঝানোর চেষ্টা করছেন যে, দেশের প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্তর শাস্তি নিশ্চিত হবে।

 

 

শেয়ার করুন

আরও পড়ুন