৫ই ডিসেম্বর, ২০২৫

বরবাদ লুকে বড় ছেলের জন্মদিনে কেক কাটলেন মেঘাস্টার শাকিব খান

শাকিব খান ও আব্রাম খান জয়

শেয়ার করুন

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করার পর সম্প্রতি ঢাকায় ফিরেছেন মেঘাস্টার শাকিব খান। এদিন তাকে দেখা যায় সম্পূর্ণ নতুন লুকে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, এটি হয়ত শাকিবের নতুন সিনেমা বরবাদ এর নতুন লুক। যদিও সেটা শাকিব খানের তরফ থেকে প্রকাশিত লুক নয়।

পরদিন শুক্রবার ছিল বড় ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন। জয়ের জন্মদিন উপলক্ষ্যে আগে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানান শাকিব। শুক্রবার বিকেলে এক ফেসবুক পোস্টে জয়ের ছবি পোস্ট করে শাকিব লেখেন, ‘জন্মদিনের শুভেচ্ছা আব্রাম। মনে রেখ, তোমার যেকোনো প্রয়োজনে আমি সবসময় আছি। লাভিউ পাপা।’

এর পরের দিন শনিবার দেখা গেল বাবা-ছেলেকে। সেই নতুন লুকে জয়ের সঙ্গে খুনসুটিতে মেতে উঠলেন। কাটলেন কেক। এইসব দৃশ্য দেখা গেল অপু বিশ্বাসের কল্যাণে। সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

সম্ভবত গুলশানে শাকিবের বাসায় জয়ের জন্মদিনের কেক কাটার আয়োজন করেন শাকিব। সেখানেই বাবা-ছেলের এসব মুহূর্ত ক্যামেরাবন্দি করেন অপু।

সেই সঙ্গে ছবি শেয়ার করে অপু লিখলেন, ‘যখন বাবা এবং ছেলে একসাথে হয়, কেক আরো মিষ্টি লাগে।’

এর আগে জয়ের জন্মদিনে বড় ভাইকে শুভেচ্ছা জানায় শাকিব খানের আরেক পুত্র শেহজাদ খান বীর। বুবলীর ফেসবুক পেজ থেকে বীরের একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে শেহজাদ খানকে বীরকে বলতে শোনা যায়, ‘হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া। আই লাভ ইউ সো মাচ।’

শেয়ার করুন

আরও পড়ুন