ভারতে ইলিশ রফতানি আনুষ্ঠানিক শুরু হয়েছে। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাচ্ছে বাংলাদেশের ইলিশ। বন্দরটি দিয়ে গত দুইদিনে দেশটিতে ইলিশ গেছে ১০১ মেট্রিক টন।
বেনাপোল বন্দর মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের ইন্সেপেক্টর আসওয়াদুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন, গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রথম দিনে ৫৬ টন এবং আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) ৪৫ টন ইলিশ ভারতে গেছে।
এদিকে বাণিজ্য মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে, আগামী ১২ অক্টোবরের মধ্যে ইলিশ রফতানি শেষ করতে হবে। প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য ১০ মার্কিন ডলার বা ১১৮০ টাকা। ভারতের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ৪৯টি রফতানিকারক প্রতিষ্ঠানকে ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২ হাজার ৪০০ টন ও একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রফতানি করবে।
