১৪ই মার্চ, ২০২৫

অবশেষে বাংলাদেশে স্বর্ণের দাম কমেছে

ফাইল ছবি

শেয়ার করুন

একের পর এক চার দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে কমেছে সোনার দাম। নতুন এই দর আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।

জানা গেছে, ভরিতে ১ হাজার ২৫৯ টাকা কমেছে। এতে ভালো মানের সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১২ হাজার ৪৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৯২ হাজার ২৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন