১৫ই মার্চ, ২০২৫

‘নৌকা’ থাকায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব দেবেন উপদেষ্টা

ফাইল ছবি

শেয়ার করুন

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নামে ‘নৌকা’ থাকায় মন্ত্রণালয়টির নাম পরিবর্তনের জন্য প্রস্তাব করবেন বলে জানিয়েছেন উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় বিআইআইএসএস মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে তিনি এ কথা জানান।

‘সাবেক প্রধানমন্ত্রী তো চলে গেছেন, এখন নৌকার দায়িত্ব আপনি পেয়েছেন’ আলোচনা সভার অতিথি সাংবাদিক আশরাফ কায়সারের এমন প্রশ্নে নৌপরিবহন উপদেষ্টা বলেন, আমি তো নৌকা চালাই না, জাহাজ চালাই। আমার এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করতে হবে। নাম রাখতে হবে জাহাজ মন্ত্রণালয়। আমি প্রস্তাব রাখবো এটাকে নৌ মন্ত্রণালয় না রেখে জাহাজ ও বন্দর মন্ত্রণালয় রাখেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, আমার মতে অভিযুক্তদের ফিরিয়ে আনার দরকার নেই। তাদের অনুপস্থিতেই বিচার করা উচিত। ন্যুরেমবার্গ ট্রায়ালের মতো। হত্যার সব প্রমাণ আছে।

শেয়ার করুন

আরও পড়ুন